ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

গণ বিশ্ববিদ্যালয়ের অনুজীব বিজ্ঞান বিভাগে নবীনবরণ

গণ বিশ্ববিদ্যালয় করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৬
গণ বিশ্ববিদ্যালয়ের অনুজীব বিজ্ঞান বিভাগে নবীনবরণ

গণ বিশ্ববিদ্যালয় (সাভার): সাভারের গণ বিশ্ববিদ্যালয়ের অনুজীব বিজ্ঞান বিভাগের ২৯তম ব্যাচের নবীনবরণ ও ২১তম ব্যাচের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৭ ফেব্রুয়ারি) বিভাগের ২৩তম ব্যাচের উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের ৪১৭ নং কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।



অনুজীব বিজ্ঞান বিভাগের প্রধান অধ্যাপক ড. মো. মোস্তাফিজার রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. দেলোয়ার হোসেন, পরীক্ষা নিয়ন্ত্রক মীর মূর্তজা আলী,  স্বাস্থ্য ও চিকিৎসা বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ডা. মো. আশরাফ-উল- করিম খান, গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. লায়লা পারভিন বানু।

অনুষ্ঠানে বিভাগের শিক্ষকসহ তিন শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

অতিথিরা তাদের বক্তব্যে জ্ঞান অর্জনের মাধ্যমে ভবিষ্য‍ৎ গড়তে নবীনদের আহ্বান জানান। এসময় তারা নবীন ও প্রবীণ শিক্ষার্থীদের মঙ্গল কামনা করেন।

দুই পর্বের অনুষ্ঠানে সঞ্চালক ছিলেন বিভাগের শিক্ষার্থী নওরিন ইসলাম বৃষ্টি ও আজিজুল হাকিম।

অনুষ্ঠানের প্রথম পর্ব আলোচনার মাধ্যমে শেষ হয়। দ্বিতীয় পর্বে শিক্ষার্থীদের অংশগ্রহণে কবিতা, নাচ-গান, নাটক  ও সবশেষ সাভারের ব্যান্ড ‘রং পেন্সিল’র কনসার্ট অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ সময়: ১৬৩৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৬
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।