ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

জাবি’তে স্কুল শিক্ষার্থীদের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়

জাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৬
জাবি’তে স্কুল শিক্ষার্থীদের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) সংলগ্ন রোসেতা সেন্ট্রাল স্কুলের শিক্ষার্থীদের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করা হয়েছে।

বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) বেলা ১১ থেকে দুপুর পর্যন্ত স্কুলের প্রায় দেড় শতাধিক শিক্ষার্থীদের রক্তের গ্রুপ নির্ণয় করা হয়।

রোটার‌্যাক্ট ক্লাব অব বনানী মডেল টাউনের উদ্যোগে ও জাবি বাঁধন জোনের সহযোগিতায় এ কর্মসূচি পালন করা হয়।

কর্মসূচির উদ্বোধনকালে বক্তব্যে জাবি শিক্ষক সমিতির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক মো. শরীফ উদ্দিন বলেন, পড়াশুনার পাশাপাশি সমাজউন্নয়ন ও মানবসেবার কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীদের নেতৃত্ব বিকশিত হয়। তাদের মধ্যে মানবপ্রেম জাগ্রত হয়। সিনিয়র শিক্ষার্থীদের এ কর্মসূচি স্কুলপড়ুয়া শিক্ষার্থীদের উৎসাহিত করবে।

এ সময় উপস্থিত ছিলেন- রোটার‌্যাক্ট ক্লাব অব বনানী মডেল টাউনের চার্টার প্রেসিডেন্ট ইমদাদ হক, জাবি সাংবাদিক সমিতির সভাপতি বেলাল হোসাইন রাহাত, বাঁধন জাবি জোনের সাধারণ সম্পাদক মর্শিদুল ইসলাম শিমুল, রোসেতা সেন্ট্রাল স্কুলের অধ্যক্ষ জাহাঙ্গীর আলম, ক্লাবের সদস্য আহমেদ সজল, প্রত্যাশা প্রমিতি সিদ্দিক, মুজাহিদুল ইসলাম প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৬৫৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৬
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।