ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

জাবি নৃবিজ্ঞান বিভাগের ৫ম পুনর্মিলনী শুক্রবার

জাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৬
জাবি নৃবিজ্ঞান বিভাগের ৫ম পুনর্মিলনী শুক্রবার ছবি : বাংলানিউজটোয়েটিফোর.কম

জাহাঙ্গীরনগর বিশ্ব বিদ্যালয়: ‘অনেক অথচ এক প্রাণ নৃবিজ্ঞান’ স্লোগানে জাহাঙ্গীরনগর বিশ্ব বিদ্যালয়ের (জাবি) নৃবিজ্ঞান বিভাগের ৫ম পুনর্মিলনী (শুক্রবার) অনুষ্ঠিত হবে।

নৃবিজ্ঞান বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশন আয়োজনে এ পুনর্মিলনী অনুষ্ঠিত হতে যাচ্ছে।



বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টায় নৃবিজ্ঞান বিভাগের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক কাজী মুশফিকুর রহমান।

তিনি জানান, নৃবিজ্ঞান বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশন ৫ম বারের মতো পুনর্মিলনীর আয়োজন করতে যাচ্ছে। দিনব্যাপী আয়োজনে থাকছে, সকাল ১০টায় উদ্বোধন ও র‌্যালি, বিশ্ব বিদ্যালয় উপাচার্য ও  নৃবিজ্ঞান বিভাগের শিক্ষক অধ্যাপক ফারজানা ইসলামকে সম্মাননা, অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আলোচনা অনুষ্ঠান, পূর্ববর্তী কমিটির বিদায় এবং নতুন কমিটি গঠন, বিকেলে জলের গান ও সিনহা অ্যান্ড ফ্রেন্ডসের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান।

সংবাদ সম্মেলনে অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি সহযোগী অধ্যাপক সিদ্দিকুর রহমান অ্যাপোলো, অ্যালামনাই অ্যাসোসিয়েশনের অর্থ সম্পাদক কাজল আহমেদ লিওন, আয়োজন সমন্বয়ক নাজিব জামান, নুরুল ইসলাম বিপ্লব প্রমুখ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৯১১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৬
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।