ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

রাজশাহীর শিক্ষা স্কুল অ্যান্ড কলেজে শিক্ষকদের কর্মশালা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩০৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০১৬
রাজশাহীর শিক্ষা স্কুল অ্যান্ড কলেজে শিক্ষকদের কর্মশালা

রাজশাহী: রাজশাহী শিক্ষা স্কুল অ্যান্ড কলেজে অনুষ্ঠিত হয়েছে ডিজিটাল কনটেন্ট তৈরি ও উপস্থাপন বিষয়ে শিক্ষকদের নিয়ে কর্মশালা।

শনিবার (২০ ফেব্রুয়ারি) স্কুলের মিলনায়তনে দিনব্যাপী এ কর্মশালা অনুষ্ঠিত হয়।



কর্মশালায় ঢাকার শেরে বাংলানগর গভর্মেন্ট গার্লস হাই স্কুলের সিনিয়র শিক্ষক এটিএম রুহুল্লাহ প্রধান প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন। এছাড়া প্রশিক্ষক হিসেবে কর্মশালায় অংশ নেন- তেঁজগাও গভর্মেন্ট বয়েজ স্কুলের সিনিয়র শিক্ষক নাজিম উদ্দিন ও আরমানিটটোলা সরকারি উচ্চবিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক রফিকুল ইসলাম।

শিক্ষা স্কুলের অধ্যক্ষ ইব্রাহীম হোসেনের সভাপতিত্বে কর্মশালার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক সিন্ডিকেট সদস্য প্রফেসর ড. মোশাররফ হোসেন।
 
এছাড়া ইউনিয়ন ব্যাংকের এভিপি ও ম্যানেজার শহীদুল ইসলাম, রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মামুন-অর-রশিদ ও দেশ টিভির রাজশাহী বিভাগীয় প্রতিনিধি আতিক রহমান বক্তব্য উপস্থাপন করেন।

বাংলাদেশ সময়: ২৩০৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০১৬
এসএস/ওএইচ/এসএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।