ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

সার্ক বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ

অমিত সরদার, নয়াদিল্লি থেকে | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৫২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০১৬
সার্ক বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ

নয়াদিল্লি: দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা বা সার্ক এর সদস্য দেশগুলোর শিক্ষার্থীদের বিশ্বমানের শিক্ষা এবং গবেষণার সুযোগ করে দিতে নিয়ে প্রতিষ্ঠিত হয় সাউথ এশিয়ান ইউনিভার্সিটি বা দক্ষিণ এশীয় বিশ্ববিদ্যালয়।

যা ২০১০ সালে যাত্রা শুরু করেছে।

সংক্ষেপে এটি ‘সার্ক বিশ্ববিদ্যালয়’ নামেই পরিচিত।

সম্প্রতি সাউথ এশিয়ান ইউনিভার্সিটিতে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ১১ মার্চ পর্যন্ত ভর্তির জন্য আবেদন করা যাবে।

ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ১০ এপ্রিল। এ বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া শিক্ষার্থীদের বিভিন্ন ক্যাটেগরিতে স্কলারশিপ এবং আর্থিক সহযোগিতা দেওয়া হয়।
এ বিষয়ে বিস্তারিত জানতে এবং ভর্তির জন্য আবেদন করতে ভিজিট করুন http://sau.int/admissions/admission-notice-2016.html ।

লেখক: শিক্ষার্থী, ফ্যাকাল্টি অব লাইফ সায়েন্সেস অ্যান্ড বায়োটেকনোলজি।

সাউথ এশিয়ান ইউনিভার্সিটি, দিল্লি, ভারত।

বাংলাদেশ সময়: ০৪৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০১৬
এমএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।