ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

জবির ‘ডি’ ইউনিটের দশম মেধা তালিকা প্রকাশ

জবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০১৬
জবির ‘ডি’ ইউনিটের দশম মেধা তালিকা প্রকাশ

জগন্নাথ বিশ্ববিদ্যালয়: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২০১৫-২০১৬ শিক্ষাবর্ষের অনার্স (সম্মান) প্রথম বর্ষের প্রথম সেমিস্টারের ‘ডি’ ইউনিটের বিষয় ভিত্তিক দশম মেধা তালিকা প্রকাশ করা হয়েছে।

মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) সকালে বিশ্ববিদ্যালয় জনসংযোগ দফতর থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।



বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘ডি’ ইউনিটের মানবিক শাখার অপেক্ষমান মেধাক্রম  ৪৬৮ থেকে ৫৫৩ পর্যন্ত, বিজ্ঞান শাখার অপেক্ষমা মেধাক্রম ৩৫ এবং বাণিজ্য ও অন্যান্য শাখার অপেক্ষমান মেধাক্রম ৮২ থেকে ৮৬ পর্যন্ত মেধাক্রমধারীদের মধ্যে নির্বাচিত প্রার্থীরা দশম মেধা তালিকায় মনোনীত হয়েছেন।

দশম মেধা তালিকায় মনোনীত শিক্ষার্থীদের ২৩ ফেব্রুয়ারি থেকে ২৯ ফেব্রুয়ারির মধ্যে ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে।

বিস্তারিত তথ্য জবির ওয়েবসাইট www.jnu.ac.bd এ পাওয়া যাবে।

বাংলাদেশ সময়: ০৯৩৪ ঘণ্টা, ২৩ ফেব্রুয়ারি, ২০১৬
আরএআর/ওএইচ/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।