ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

সাউথ এশিয়ান ইউথ ফেস্টিভ্যালে ডিআইইউ’র ২ শিক্ষার্থী

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০১৬
সাউথ এশিয়ান ইউথ ফেস্টিভ্যালে ডিআইইউ’র ২ শিক্ষার্থী

ঢাকা: ভারতের উত্তর প্রদেশের লক্ষ্মৌয়ে বাবাসাহেব ভিমরাও আম্বেদকর বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠেয় নবম সাউথ এশিয়ান ইউনিভার্সিটিজ ইউথ ফেস্টিভাল-২০১৬-এ যোগ দিচ্ছেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) দুই শিক্ষার্থী।

তারা হলেন, ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের নাফিজা রহমান মৌ ও টেক্সটাইল অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শুভ ঘোষ।



মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের অতিরিক্ত পরিচালক (আইসিসি) ড. মো. ফখরুল ইসলামের নেতৃত্বে বাংলাদেশ থেকে ২৯ সদস্যের প্রতিনিধি দল এ উৎসবে যোগ দিচ্ছে।   

দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে শিক্ষা, সামাজিক, সাংস্কৃতিক ও অর্থনৈতিক ক্ষেত্রে সক্রিয় সহযোগিতা এবং পারস্পরিক সম্পর্ক জোরদারের লক্ষ্যে অ্যাসোসিয়েশন অব ইন্ডিয়ান ইউনিভার্সিটিজ ২০০৬ সাল থেকে এ ফেস্টিভ্যালের আয়োজন করে আসছে।

এবারের উৎসবে অংশ নিচ্ছে ভারত, পাকিস্তান, বাংলাদেশ, নেপাল, ভুটান, মায়ানমার, মালদ্বীপ, শ্রীলংকা, মরিশাস ও আফগানিস্তানসহ ১০টি দেশের শিক্ষার্থীরা।

বাংলাদেশ সময়: ১৬০৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০১৬
ওএইচ/এসএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।