ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

বিইউবিটিতে বিশ্বায়ন বিষয়ক সেমিনার

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৮ ঘণ্টা, মার্চ ৩, ২০১৬
বিইউবিটিতে বিশ্বায়ন বিষয়ক সেমিনার

ঢাকা: ‘বিশ্বায়নের যুগে বিশ্ব অর্থনীতি কীভাবে পরিবর্তিত হচ্ছে’ এই শিরোনামে বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজিতে (বিইউবিটি) এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (০৩ মার্চ) এক সংবাদ বিজ্ঞাপ্তিতে এ বিষয়ে জানানো হয়।

এতে বলা হয়, শনিবার (২৭ ফেব্রুয়ারি) বিইউবিটিতে এ সেমিনার হয়েছে।

সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্রের একাডেমি ফর গ্লোবাল বিজনেস অ্যাডভান্সমেন্টের প্রেসিডেন্ট এবং কুয়েত বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং এবং ইন্টারন্যাশনাল বিজনেসের প্রফেসর ড. জাফর উদ্দীন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিইউবিটি ট্রাস্টের সদস্য এবং একাডেমিক উপদেষ্টা কমিটির আহ্বায়ক প্রফেসর ড. সফিক আহমেদ সিদ্দিকসহ বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় সভাপতি, শিক্ষক, পরীক্ষা নিয়ন্ত্রক, প্রক্টর, যুগ্ম রেজিস্ট্রার এবং বিশ্ববিদ্যালয়ের অন্য কর্মকর্তারা।

বাংলাদেশ সময়: ১৮১০ ঘণ্টা, মার্চ ০৩, ২০১৬
এএটি/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।