ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

স্টেট ইউনিভার্সিটির চতুর্থ সমাবর্তন বুধবার

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৭ ঘণ্টা, মার্চ ১৪, ২০১৬
স্টেট ইউনিভার্সিটির চতুর্থ সমাবর্তন বুধবার

ঢাকা: স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশের (এসইউবি) চতুর্থ সমাবর্তন অনুষ্ঠিত হবে বুধবার (১৬ মার্চ)।

সমাবর্তনে স্প্রিং-২০১৪ থেকে ফল-২০১৫ পর্যন্ত সেমিস্টারের মধ্যে স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে উত্তীর্ণ ১৮৫৫ জন শিক্ষার্থী তাদের ডিগ্রি অর্জন করবেন।



রাষ্ট্রপতি কর্তৃক মনোনীত হয়ে শিক্ষার্থীদের সনদ তুলে দেবেন শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ। সমাবর্তনে বক্তব্য দেবেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক আবদুল মান্নান। সমাবর্তনে অন্যদের মধ্যে উপস্থিত থাকবেন এসইউবির উপাচার্য অধ্যাপক ড. ইফতেখার গণি চৌধুরী ও ট্রাস্টি বোর্ডের সভাপতি ডা. এ এম শামীম।

ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় অনুষ্ঠিত হতে যাওয়া এ সমাবর্তনে ডিগ্রি প্রদান শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেবেন সঙ্গীতশিল্পী হাবিব ওয়াহিদ। এরপর শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক ও অতিথিদের নৈশভোজের মধ্য দিয়ে সমাবর্তন আনুষ্ঠানিকভাবে সম্পন্ন হবে।

বাংলাদেশ সময়: ১৬৫৮ ঘণ্টা, মার্চ ১৪, ২০১৬
আইএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।