ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

জাবিতে বিশ্ব ভোক্তা অধিকার দিবসে গণস্বাক্ষর

জাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৮ ঘণ্টা, মার্চ ১৫, ২০১৬
জাবিতে বিশ্ব ভোক্তা অধিকার দিবসে গণস্বাক্ষর

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়: বিশ্ব ভোক্তা অধিকার দিবস উপলক্ষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে খাদ্যে ভেজালের বিরুদ্ধে গণসচেতনতা ও গণস্বাক্ষর কর্মসূচি পালিত হয়েছে।

কনজ্যুমার ইয়ুথ-জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (সিওয়াই-জেইউ) এ কর্মসূচির আয়োজন করে।



মঙ্গলবার (১৫মার্চ) বিশ্ববিদ্যালয় শহীদ মিনারের পাদদেশে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।

উদ্বোধনী বক্তব্যে সংগঠনটির উপদেষ্টা ও বিশিষ্ট পদার্থ বিজ্ঞানী অধ্যাপক এ এ মামুন বলেন, বিশ্ব ভোক্তা অধিকার দিবস কনজ্যুমার ইয়ুথ যে উদ্যোগ নিয়েছে তা প্রশংসার দাবিদার। এ উদ্যোগ ভোক্তা অধিকার লঙ্ঘনকারীদের শাস্তি দেওয়া ও ভোক্তা অধিকার সম্পর্কে সচেতনা বৃদ্ধিতে
গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে, যা অন্তত জাহাঙ্গীনগর বিশ্ববিদ্যালয়বাসীকে ভেজাল মুক্ত করতে পারবে বলে আমি আশা করি।

উদ্বোধন শেষে শহীদ মিনারের পাদদেশ থেকে একটি শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় ক্যাম্পেইন করে আ ফ ম কামালউদ্দিন হলের সামনে এসে শেষ হয়।

এতে সংগঠনটির সভাপতি শরীফুল ইসলাম শরীফ, সাধারণ সম্পাদক আবু রায়হান, বটতলা দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক হাজি হারুন অর রশিদ, জাবিসাসের সাধারণ সম্পাদক মওদ‍ুদ আহম্মেদ সুজন প্রমুখ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৯৪৯ ঘণ্টা, মার্চ ১৫, ২০১৬
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।