ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

শাবিপ্রবিতে বইমেলা শুরু হচ্ছে রোববার

শাবিপ্রবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৯ ঘণ্টা, মার্চ ১৬, ২০১৬
শাবিপ্রবিতে বইমেলা শুরু হচ্ছে রোববার ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

শাবিপ্রবি, সিলেট: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) আগামী রোববার থেকে বইমেলা শুরু হতে যাচ্ছে।

স্বেচ্ছাসেবী সংগঠন স্বপ্নোত্থান এবং সাহিত্য সংগঠন সাস্ট সাহিত্য সংগঠন ১০ দিনব্যাপী এ মেলার আয়োজন করছে।



বুধবার (১৬ মার্চ) দুপুরে বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাবে অনুষ্ঠিত মতবিনিময় সভায় আয়োজকরা জানান, ওইদিন সকালে জনপ্রিয় লেখক ড. মুহম্মদ জাফর ইকবাল বইমেলার উদ্বোধন করবেন।

মেলায় অবসর, মাওলা ব্রাদার্স, পার্ল, রোদেলা, কাকলী, অনন্যা, সময়, তাম্রলিপি, নাগরী, ইত্যাদি, অন্বেষা, আগামী, আদর্শ, সংবেদ, চৈতন্যসহ মোট ১৫টি প্রকাশনী অংশ নিচ্ছে।

সংবাদ সম্মেলনে স্বপ্নোত্থান’র সভাপতি শাকিব হোসাইন এবং সাহিত্য সংসদ’র সভাপতি রেজাউল ইসলাম জানান, বইমেলায় সব বইয়ের উপর ২৫ শতাংশ ছাড় দেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৬০১ ঘণ্টা, মার্চ ১৬, ২০১৬
এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।