ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

ময়মনসিংহ জিলা স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৩ ঘণ্টা, মার্চ ১৬, ২০১৬
ময়মনসিংহ জিলা স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ময়মনসিংহ: শিক্ষা নগরী ময়মনসিংহের ঐতিহ্যবাহী জিলা স্কুলের ১৬৩তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৬ মার্চ) সকাল ১০টায় জেলা প্রশাসক মোস্তাকীম বিল্লাহ ফারুকী স্কুলের বোডিং মাঠে প্রতিযোগিতার উদ্বোধন করেন।



কলেজের প্রধান শিক্ষক সৈয়দ ফারুকীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শারমীন জাহান।

প্রধান অতিথির বক্তব্যে মোস্তাকীম বিল্লাহ ফারুকী বলেন, লেখাপড়ার পাশাপাশি খেলাধূলার প্রয়োজনীয়তা অপরিহার্য। খেলাধূলা শরীর, স্বাস্থ্য ও দেহমনকে ভালো রাখে।

বাংলাদেশ সময়: ১৬৫৫ ঘণ্টা, মার্চ ১৬, ২০১৬
এটি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।