ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

বশেমুরবিপ্রবিতে জাতীয় হাইস্কুল প্রোগ্রামিং প্রতিযোগিতা শনিবার

বশেমুরবিপ্রবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৬ ঘণ্টা, মার্চ ১৭, ২০১৬
বশেমুরবিপ্রবিতে জাতীয় হাইস্কুল প্রোগ্রামিং প্রতিযোগিতা শনিবার

গোপালগঞ্জ: ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ আয়োজিত জাতীয় হাইস্কুল প্রোগ্রামিং প্রতিযোগিতা ২০১৬ এর আঞ্চলিক ভেন্যু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) ১৯ মার্চ (শনিবার) অনুষ্ঠিত হবে।
 
বৃহস্পতিবার (১৭ মার্চ) কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সভাপতি ও আঞ্চলিক কো-অর্ডিনেটর সালেহ আহমেদ কর্তৃক স্বাক্ষরিত প্রকৌশল দফতর থেকে এ তথ্য নিশ্চিত হওয়া যায়।


 
প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের একজন সচিব।

এতে টেলিকনফারেন্সের মাধ্যমে প্রতিযোগীদের সঙ্গে কথা বলবেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

প্রতিযোগিতায় কুইজ, প্রোগ্রামিং কনটেস্ট, বন্ধুতা পর্বসহ কুইজে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের নিয়ে প্রোগ্রামিং বিষয়ে আলোচনা ও প্রশ্নোত্তর পর্ব রয়েছে। সবশেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হবে।

বাংলাদেশ সময়: ১০৫৮ ঘণ্টা, মার্চ ১৭, ২০১৬
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।