ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

আন্তঃকলেজ সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী শনিবার

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৭ ঘণ্টা, মার্চ ১৮, ২০১৬
আন্তঃকলেজ সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী শনিবার

ঢাকা: জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোর শিক্ষার্থীদের অংশগ্রহণে আন্তঃকলেজ সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী শনিবার (১৯ মার্চ) অনুষ্ঠিত হবে।

শুক্রবার (১৮ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।



এতে বলা হয়, মোট আটটি ইভেন্টে (রবীন্দ্র সংগীত, নজরুল সংগীত, দেশাত্মবোধক গান, লোকগীতি, কবিতা আবৃত্তি, অভিনয়, নৃত্য ও উপস্থিত বক্তৃতা) প্রাতিষ্ঠানিক পর্যায় থেকে শুরু করে পর্যায়ক্রমে উপজেলা, জেলা, বিভাগ ও সর্বশেষে জাতীয় পর্যায়ে চূড়ান্ত প্রতিযোগিতা ১২ মার্চ (শনিবার) ঢাকাস্থ সরকারি সংগীত কলেজে সম্পন্ন হয়েছে।

চূড়ান্ত প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণী অনুষ্ঠান শনিবার বিকেল ৪টায় বাংলা একাডেমির আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে অনুষ্ঠিত হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন- ইমেরিটাস অধ্যাপক ড. আনিসুজ্জামান। বিশেষ অতিথি থাকবেন বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. হারুন-অর-রশিদ।

বাংলাদেশ সময়: ১৭২৮ ঘণ্টা, মার্চ ১৮, ২০১৬
এএটি/আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।