ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

মাভাবিপ্রবিতে পানি দিবস পালন

মাভাবিপ্রবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩৭ ঘণ্টা, মার্চ ২৩, ২০১৬
মাভাবিপ্রবিতে পানি দিবস পালন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

টাঙ্গাইল: ‘ওয়াটার অ্যান্ড জবস’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) বিশ্ব পানি দিবস পালন করা হয়েছে।

মঙ্গলবার (২২ মার্চ) বিশ্ববিদ্যালয়ের এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের সহযোগিতায় রেইজিং অ্যওয়ারনেস ফর কনজারভিং এনভায়রমেন্টর উদ্যোগে র‌্যালি ও আলোচনা সভার মধ্যদিয়ে দিবসটি পালন করা হয়।



সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপাচার্য প্রফেসর ড. মো. আলাউদ্দিন। এ সময় আরও বক্তব্য রাখেন লাইফ সায়েন্স অনুষদের ডিন প্রফেসর ড. মো. সিরাজুল ইসলাম, এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের চেয়ারম্যান মো. শিমুল শেখ, অধ্যাপক ড. মো. ইউনুছ মিয়া, সহযোগী অধ্যাপক এ এস এম সাইফুল্লাহ, প্রভাষক তন্ময় রায় তুষার, শিমুল রায়, নওয়ারা তামান্না মেঘলা, রেজওয়ানা আফরী জসিম উদ্দিন প্রমুখ।

পরিবেশে পানির গুরুত্ব বিবেচনায় নিয়ে ১৯৯৩ সাল থেকে ২২ মার্চকে বিশ্ব পানি দিবস হিসেবে পালন করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৯২৮ ঘণ্টা, মার্চ ২২, ২০১৬
টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।