ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

আইইউবিএটি’র রজত জয়ন্তীতে ১৯ দিনব্যাপী বই মেলা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৩০ ঘণ্টা, মার্চ ২৮, ২০১৬
আইইউবিএটি’র রজত জয়ন্তীতে ১৯ দিনব্যাপী বই মেলা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি (আইইউবিএটি)-এর প্রতিষ্ঠার ২৫ বছর পূর্তিতে বই মেলার আয়োজন করেছে বেসরকারি বিশ্ববিদ্যালয়টি।

রোববার (২৭ মার্চ) উত্তরায় বিশ্ববিদ্যালয়টির নিজস্ব ক্যাম্পাসে ১৯ দিনব্যাপী এই বই মেলার উদ্বোধন করেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মিকাইল শিপার।



উদ্বোধনী অনুষ্ঠানে শ্রমসচিব বলেন, জ্ঞানের কোনো শেষ নেই। মননশীলতার জন্য বই পড়া প্রয়োজন। বই আত্মাকে সুস্থ করে তোলে।

ডিজিটাল থ্রিজি’র যুগে শিক্ষার্থীদের শুধু স্মার্টফোনে চোখ বন্দি না রেখে বই পড়ার আহ্বান জানান শ্রমসচিব।
‘যোগ্যতা সম্পন্ন প্রত্যেক ব্যক্তির জন্য উচ্চশিক্ষার নিশ্চয়তা, প্রয়োজনে মেধাবী তবে অস্বচ্ছলদের জন্য অর্থায়ন’- স্লোগান নিয়ে রজত জয়ন্তী পালন করছে বিশ্ববিদ্যালয়টি।  

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আলিমুল্লাহ মিয়ান বলেন, দেশের প্রত্যেক গ্রাম থেকে একজন করে গ্রাজুয়েট তৈরির উদ্দেশ্য নিয়ে আইইউবিএটি কাজ করে যাচ্ছে।

 বই মেলায় জাগৃতি, বই বিতান, পাঞ্জেরীসহ ১১টি স্টলে মুক্তিযুদ্ধের ওপর বই ছাড়াও সাহিত্য, কাব্য, ছোটদের বই পাওয়া যাচ্ছে।

আগামী ১৪ এপ্রিল পর্যন্ত এই বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ছাড়াও ওই এলাকার মানুষের জন্য বই মেলা উন্মুক্ত থাকবে।

 বাংলাদেশ সময়: ২২০৪ ঘণ্টা, মার্চ ২৭, ২০১৬
এমআইএইচ/পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।