ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

জবিতে নৃ-বিজ্ঞান বিভাগে নবীনবরণ

জবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৯ ঘণ্টা, মার্চ ২৮, ২০১৬
জবিতে নৃ-বিজ্ঞান বিভাগে নবীনবরণ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি): জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নৃ-বিজ্ঞান বিভাগের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষ প্রথম সেমিস্টারের শিক্ষার্থীদের নবীনবরণ ও বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়েছে।

সোমবার (২৮ মার্চ) জবির কেন্দ্রীয় মিলনায়তনে নৃ-বিজ্ঞান বিভাগের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।



নবীনদের স্বাগত জানিয়ে জবি উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান বলেন, শিক্ষক-শিক্ষার্থীদের গবেষণামূলক কার্যক্রম বৃদ্ধির প্রতি আরও মনোযোগী হতে হবে। এ বিভাগের শিক্ষক-শিক্ষার্থীদের বিভিন্ন ধরনের সামাজিক ও মানবিক সমস্যা সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।

তিনি আরও বলেন, যেকোনো দেশে আর্থ-সামাজিক উন্নয়নের চেয়ে সমাজের মানুষের মানবিকতা, মানবিক মূল্যবোধ, পরমত সহিষ্ণুতার মাত্রা বৃদ্ধি করা প্রয়োজন।

অনুষ্ঠানে প্রভাষক খন্দকার ফাতেমা জোহরার সঞ্চালনায় ও বিভাগীয় চেয়ারম্যান অধ্যাপক ড. সানজিদা ফারহানার সভাপতিত্বে বক্তব্য রাখেন- সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. প্রিয়ব্রত পাল, বিভাগের সহযোগী অধ্যাপক ড. কাজী শাহেদুল হালীম প্রমুখ।

এদিকে, অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করা হয়। এসময় বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে বিভাগীয় শিক্ষার্থীদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

বাংলাদেশ সময়: ১৬০২ ঘণ্টা, মার্চ ২৮, ২০১৬
পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।