ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

সিকৃবিতে তনু হত্যার বিচার দাবি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৭ ঘণ্টা, মার্চ ২৮, ২০১৬
সিকৃবিতে তনু হত্যার বিচার দাবি ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সিলেট: কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ছাত্রী ও সংস্কৃতি কর্মী সোহাগী জাহান তনু ধর্ষণ ও হত্যার বিচার দাবিতে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে (সিকৃবি) মুখে কালো কাপড় বেঁধে মানববন্ধন করেছেন ক্যাম্পাসভিত্তিক সাংস্কৃতিক সংগঠন কৃষ্ণচূড়া’র সদস্যরা।

সোমবার (২৮মার্চ) সগঠনটির উদ্যোগে বৈরী আবহাওয়া উপেক্ষা করে ক্যাম্পাসের প্রধান সড়কে সংস্কৃতি কর্মী ও সাধারণ শিক্ষার্থীরা মানববন্ধনে অংশ নেন।



এতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রফেসর ড. মো. মতিয়ার রহমান হাওলাদার, প্রফেসর ড. মিটু চৌধুরী, প্রফেসর ড. এ এস এম মাহবুব, কৃষ্ণচূড়ার উপদেষ্টা, বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা।

মানববন্ধন থেকে বক্তারা শিগগিরই তনু হত্যাকারীদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

বাংলাদেশ সময়: ১৬১৫ ঘণ্টা, মার্চ ২৮, ২০১৬
টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।