ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

মাধবপুরে শিক্ষা বৃত্তি প্রদান

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৮ ঘণ্টা, মার্চ ৩০, ২০১৬
মাধবপুরে শিক্ষা বৃত্তি প্রদান ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

হবিগঞ্জ: হবিগঞ্জের মাধবপুর উপজেলার ১১টি উচ্চ বিদ্যালয়ের দরিদ্র মেধাবী ২২ শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি দেওয়া হয়েছে।

বুধবার (৩০ মার্চ) দুপুর ১টায় মাধবপুর উপজেলা পরিষদের হলরুমে মাধবপুর ফাউন্ডেশন ইউএসএ ইন্ক এর উদ্যোগে এ বৃত্তি দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ রাশেদুল ইসলাম।

বিশেষ অতিথি ছিলেন-উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হারুন অর রশীদ, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সিদ্দিকুর রহমান ও অগ্নিবীণা যুব সংঘের সভাপতি মোহাম্মদ মঈন উদ্দিন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাধবপুর ফাউন্ডেশন ইউএসএ ইন্ক এর চেয়ারম্যান গোলাম কিবরিয়া চৌধুরী এমরান।

শাওন শাহরিয়ারের উপস্থাপনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন-উপজেলার জগদীশপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান শফিকুল ইসলাম, বহরা ইউপি চেয়ারম্যান আলাউদ্দিন আহমেদ, কালিকাপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বদরুর রশীদ, শাহজাহানপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান, শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠানের সমন্বয়কারী হবিগঞ্জ জেলা সাংবাদিক ফোরাম সেক্রেটারি জিয়া উদ্দিন দুলাল, জগদীশপুর উচ্চ বিদ্যালয় প্রাক্তন স্টুডেন্ট ফোরাম অর্থ সম্পাদক আহাদুল আনোয়ার মিঠু প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৫০৫ ঘণ্টা, মার্চ ৩০, ২০১৬
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।