ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

জাবিতে আবৃত্তি সন্ধ্যা

জাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৩১ ঘণ্টা, মার্চ ৩১, ২০১৬
জাবিতে আবৃত্তি সন্ধ্যা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

জাহাঙ্গীরনগর বিশ^বিদ্যালয় (জাবি):  ‘দিগন্ত চল শব্দ যেথায় সূর্যসত্য’ স্লোগানে জাহাঙ্গীরনগর বিশ^বিদ্যালয়ের এক উন্মুক্ত আবৃত্তি সন্ধ্যার আয়োজন করা হয়েছে।

 

বুধবার (৩০ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বিশ^বিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনে মনোজ্ঞ এ আবৃত্তি সন্ধ্যা অনুষ্ঠিত হয়।

 

জাবির আবৃত্তি সংগঠন ধ্বনি‘র উদ্যোগে আয়োজিত নবীণ বরণ ও উন্মুক্ত আবৃত্তি সন্ধ্যার মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের ৪৫তম ব্যাচের শিক্ষার্থীদের বরণ করে নেওয়া হয়।

অনুষ্ঠানে ধ্বনির সাবেক সভাপতি সানজিদা সুলতানা রেশমী, সাধারণ সম্পাদক শিবানী মিস্ত্রি, বর্তমান সভাপতি মহিরুল ইসলাম মিহির, সাধরণ সম্পাদ সাইফুল ইসলাম আকাশ প্রমুখ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ০৩১১ ঘণ্টা, মার্চ ৩১, ২০১৬
এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।