ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

শেকৃবি’তে সংঘর্ষের ঘটনায় ১০ শিক্ষার্থী শোকজ

শেকৃবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৬ ঘণ্টা, এপ্রিল ৭, ২০১৬
শেকৃবি’তে সংঘর্ষের ঘটনায় ১০ শিক্ষার্থী শোকজ

ঢাকা: রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে (শেকৃবি) সাইনবোর্ড টানানো নিয়ে সংঘর্ষের ঘটনায় ১০ শিক্ষার্থীকে শোকজ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।  

 

বৃহস্পতিবার (০৭ এপ্রিল) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার শেখ রোজাউল করিম স্বাক্ষরিত নোটিশে এ তথ্য জানানো হয়।


 
শোকজ হওয়া শিক্ষার্থীরা হলেন- সাদ্দাম পাটোয়ারী, তনয় চক্রবর্তী, কাজী ফয়সাল আহমেদ, জাহিদুজ্জামান জাহিদ, শাকিল আক্তার সৈকত, শাহজালাল আকন, মশিউর রহমান, সামিউল হক, মেহেদি হাসান এবং আকিব জাবের।

শোকজ হওয়া শিক্ষার্থীদের তিন কার্যদিবসের মধ্যে কারণ দর্শাতে বলা হয়েছে।

গত মঙ্গলবার (০৫ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের শেখ কামাল অনুষদ ভবনে কৃষি ব্যবসা ও বিপণন অনুষদের শিক্ষার্থীরা তাদের অনুষদের নাম সম্বলিত সাইনর্বোড টানাতে যায়। এ সময় স্থান নিয়ে দুই অনুষদের শিক্ষার্থীদের মধ্যে বাকবিতণ্ডার এক পর্যায়ে সংঘর্ষ হয়। এতে এক শিক্ষকসহ প্রায় ১০ শিক্ষার্থী আহত হন। লাঞ্ছিত হন অন্তত ৫ নারী শিক্ষার্থী।

উভয়পক্ষের উত্তেজনার একপর্যায়ে শিক্ষার্থীরা শেখ কামাল ভবনে কৃষি ব্যবসা ও বিপণন  অনুষদের শিক্ষক আবু জাফর আহমেদ মুকুলের কক্ষ, ল্যাব ও সেমিনার কক্ষ ভাঙচুর করে।  

বাংলাদেশ সময়: ২০২৪ ঘণ্টা, এপ্রিল ০৭, ২০১৬
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।