ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

শাবিপ্রবি’তে দু’দিনব্যাপী গবেষণা সম্মেলন শুরু

শাবিপ্রবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৪ ঘণ্টা, এপ্রিল ১২, ২০১৬
শাবিপ্রবি’তে দু’দিনব্যাপী গবেষণা সম্মেলন শুরু ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

শাবিপ্রবি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) প্রথমবারের মতো ‘টেকসই উন্নয়ন বিষয়ক গষেণা সম্মেলন’ শুরু হয়েছে।

মঙ্গলবার (১২ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটেরিয়ামে দু’দিনব্যাপী সম্মেলনের উদ্বোধন করেন- শাবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. আমিনুল হক ভূইয়া।



গবেষণা কেন্দ্রের পরিচালক অধ্যাপক জাকির হোসাইনের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন- শাবিপ্রবি কোষাধ্যক্ষ অধ্যাপক ইলিয়াস উদ্দীন বিশ্বাস, অধ্যাপক আখতারুল ইসলাম, ড. কামাল আহমেদ চৌধুরী।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন- অধ্যাপক নজরুল ইসলাম, ইঞ্জিনিয়ার মোহাম্মদ ইকবাল, ড. সামসুল হক প্রধান প্রমুখ।

শাবিপ্রবি উপাচার্য গবেষণা ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় গবেষণা কেন্দ্রের অবদানের কথা স্মরণ করে এর সাফল্য কামনা করেন।

বাংলাদেশ সময়: ১৩১০ ঘণ্টা, এপ্রিল ১২, ২০১৬
কেআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।