ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

সিসি ক্যামেরার আওতায় বরিশাল বিশ্ববিদ্যালয়

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৭ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০১৬
সিসি ক্যামেরার আওতায় বরিশাল বিশ্ববিদ্যালয়

বরিশাল: কঠোর নিরাপত্তা রক্ষার্থে বরিশাল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বৃহৎ অংশকে সিসি টিভির ক্যামেরার আওতায় আনা হয়েছে।

পর্যায়ক্রমে বিশ্ববিদ্যালয়ের প্রতিটি ভবন, সেমিনার কক্ষ, বিজ্ঞান গবেষণাগার, বিভাগ ও দফতরগুলো এর আওতা আনা হবে।

বুধবার (১৩ এপ্রিল) দুপুরে বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে এ তথ্য জানা যায়।

এদিকে, প্রধানমন্ত্রী ঘোষিত ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের অংশ হিসেবে আগামী ১৭ এপ্রিল থেকে বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা ও কর্মচারীদের জন্য চালু হতে যাচ্ছে বায়োমেট্রিক হাজিরা ব্যবস্থা।

বাংলাদেশ সময়: ১৪৪৫ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০১৬
টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।