ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

বেতন বৈষম্য দূর করার দাবি শিক্ষকদের

সিনিয়র স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫০ ঘণ্টা, এপ্রিল ১৫, ২০১৬
বেতন বৈষম্য দূর করার দাবি শিক্ষকদের

ঢাকা: অবিলম্বে শিক্ষকদের বেতন বৈষম্য দূরীকরণ ও পদোন্নতি বাস্তবায়নের দাবি জানিয়েছেন বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সমাজ। শুক্রবার (এপ্রিল ১৫) রাজধানীর সুরিটোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সংগঠনের সভাপতি মো. আনিসুর রহমানের সভাপতিত্বে মতবিনিময় সভায় এ দাবি জানানো হয়।

এতে প্রধান অতিথি ছিলেন অ্যাডভোকেট আসাদুজ্জামান দুর্জয়। বিশেষ অতিথি ছিলেন প্রধান সমন্বয়ক মো. আতাউর রহমান।

সম্মানিত আলোচক হিসেবে অংশ নেন মো.সিদ্দিকুর রহমান, আহ্বায়ক, প্রাথমিক শিক্ষক অধিকার সুরক্ষা ফোরাম। আলোচনায় আরো অংশ নেন নূরে আলম সিদ্দিকী রবিউল, সাধারণ সম্পাদক, বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সমাজ, সুনীল চন্দ্র দেবনাথ, সাধারণ সম্পাদক, ঢাকা মহানগর, মো. মান্নান, সিনিয়র সহ সভাপতি, মো. মজিবর রহমান, সহ সভাপতি, গাজী সালাউদ্দিন, অর্থ সম্পাদক প্রমুখ।

সিদ্দিকুর রহমান বলেন, শিক্ষক ও শিক্ষকদের আন্দোলন এগিয়ে নিতে হলে সকল শিক্ষক সংগঠনকে ঐক্যবদ্ধভাবে অভিন্ন কর্মসূচি দিতে হবে। ভিন্ন ভিন্ন কর্মসূচি হবে প্রতারণার সামিল। শিক্ষকদের কল্যাণে প্রধান-সহকারী ভেদাভেদ ভুলে শিক্ষকদের সকলকে প্রথম শ্রেণীর মর্যাদা ও বেতন স্কেল প্রতিষ্ঠার আন্দোলনকে বেগবান করতে হবে।

বক্তাগণ বলেন, শিক্ষকদের ঐক্যবদ্ধ আন্দোলনের কোন বিকল্প নেই। আন্দোলনের মাধ্যমে সহকারী শিক্ষকদের বেতন বৈষম্য দূর করতে হবে।

প্রধান অতিথি আওয়ামী লীগের সহ সম্পাদক অ্যাডভোকেট আসাদুজ্জামান দূর্জয়  বলেন, বর্তমান সরকার শিক্ষা ও শিক্ষকবান্ধব। সরকার অবশ্যই শিক্ষকদের সমস্যা দূর করার উদ্যোগ নেবে।

প্রাথমিক সহকারী শিক্ষক সমাজের সাধারণ সম্পাদক নূরে আলম সিদ্দিকী রবিউল বলেন,  আশ্বাস দিতে দিতে সরকারের দুই বছর অতিক্রান্ত হয়েছে। আজকে শিক্ষকদের পিঠ দেয়ালে ঠেকে গেছে। ২৭ এপ্রিলের মধ্যে সমস্যার সমাধান না হলে ২৮ এপ্রিল জেলায় জেলায় মানববন্ধন ও প্রধানমন্ত্রীর নিকট স্মারকলিপি পেশ করা হবে। পরবর্তীতে প্রাথমিক শিক্ষক সমাজ আন্দোলনের কঠোর কর্মসূচি ঘোষণা করবে।

বাংলাদেশ সময়: ১৯৪৯ ঘণ্টা, এপ্রিল ১৫, ২০১৬
এসএস/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।