ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

ইবিতে বুধবার থেকে ক্লাস শুরু

ইবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৪ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০১৬
ইবিতে বুধবার থেকে ক্লাস শুরু

ইবি: ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শিক্ষক সমিতির ডাকা কর্মবিরতি প্রত্যাহার করে বুধবার থেকে ক্লাস শুরুর ঘোষণা দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১৯ এপ্রিল) দুপুর ১২টার দিকে সমিতির কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় ইবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. এমতাজ হোসেন এ ঘোষণা দেন।

 

শিক্ষকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করায় কর্মকর্তাদের শাস্তির দাবিতে কয়েক দফায় কর্মবিরতি পালন করে আসছিল শিক্ষক সমিতি।

প্রথম দফায় গত ২০ মার্চ থেকে ২২ মার্চ,  এরপর দাবি বাস্তবায়ন না হওয়ায় গত ১৬ এপ্রিল থেকে কর্মবিরতি শুরু করেন তারা।  

মঙ্গলবার ইবির উপাচার্য অধ্যাপক ড. আবদুল হাকিম সরকার শিক্ষকদের দাবি পূরণের আশ্বাস দিলে তারা কর্মবিরতি স্থগিত করেন।  

তবে নির্দিষ্ট সময়ের মধ্যে দাবি আদায় না হলে আগামী ৯ মে সাধারণ সভা করে কঠোর আন্দোলনের সিদ্ধান্ত জানানো হবে বলে জানান শিক্ষক সমিতির নেতারা।  

বাংলাদেশ সময়: ১৫২৭ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০১৬
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।