ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

জাবিতে ধ্বনির আবৃত্তি বিষয়ক কর্মশালা ২৮ এপ্রিল

জাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩২ ঘণ্টা, এপ্রিল ২২, ২০১৬
জাবিতে ধ্বনির আবৃত্তি বিষয়ক কর্মশালা ২৮ এপ্রিল

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়: ‘দিগন্তে চলো শব্দ যেথায় সূর্যসত্য’ স্লোগানে প্রতি বছরের মতো এবারও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) আবৃত্তি সংগঠন ধ্বনি আয়োজন করেছে এক মাসব্যাপী আবৃত্তি ও বাক উৎকর্ষ বিষয়ক কর্মশালা।

শুক্রবার (২২ এপ্রিল) সংগঠনটির সভাপতি মহিরুল ইসলাম মিহির বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।

এবারের কর্মশালায় প্রশিক্ষণ দেবেন, বিশিষ্ট আবৃত্তিশিল্পী ও প্রশিক্ষক ভাস্বর বন্দ্যোপাধ্যায়, ইকবাল খোরশেদ (সভাপতি মুক্তবাক), বেলায়েত হোসেন সমন্বয়ক উদীচী শিল্পীগোষ্ঠী (কেন্দ্রীয় আবৃত্তি বিভাগ), মুক্তধারা সংস্কৃতি চর্চা কেন্দ্রের সাধারণ সম্পাদক রেজীনা ওয়ালী লীনা, জাবির বাংলা বিভাগে সহযোগী অধ্যাপক হিমেল বরকত, অনুবাদক ও সাহিত্যিক জাভেদ হুসেন, মজুমদার বিপ্লব (সভাপতি হরবোলা), শাহিদুল সুমন (সহযোগী অধ্যাপক, দর্শন বিভাগ), মাসকুর-এ-কল্লোল যুগ্ম সাধারণ সম্পাদক (বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদ) প্রমুখ।

কর্মশালায় অংশগ্রহণ করতে ২৭ এপ্রিলের মধ্যে আবেদন করতে হবে।

বাংলাদেশ সময়: ২১২৬ ঘণ্টা, এপ্রিল ২২, ২০১৬
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।