ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

বাকৃবিতে ছিনতাইয়ের অভিযোগে আটক ১

বাকৃবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৬ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০১৬
বাকৃবিতে ছিনতাইয়ের অভিযোগে আটক ১

বাকৃবি (ময়মনসিংহ): বিশ্ববিদ্যালয় এলাকায় ছিনতাইয়ের অভিযোগে মো. জামাল হোসেন নামে একজনকে আটক করেছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) প্রধান নিরাপত্তা শাখা। পরে তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়।

শনিবার (২২ এপ্রিল) রাত সাড়ে ৯ টার দিকে বিশ্ববিদ্যালয়ের ধূমকেতু ক্লাবের কাছে এ ছিনতাইয়ের ঘটনা ঘটে।

প্রধান নিরাপত্তা শাখার প্রধান মহিউদ্দিন হাওলাদার বাংলানিউজকে জানান,  ধূমকেতু ক্লাবের সামনে মোবাইল ও গলার চেইন ছিনতাইয়ের সময় ওই ব্যক্তিকে আটক করে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তাকর্মীরা। পরে তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়।

বাংলাদেশ সময়: ১২০৬ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০১৬

আরএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।