ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

রাবি শিক্ষক হত্যার প্রতিবাদে কুবিতে মানববন্ধন

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৬ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০১৬
রাবি শিক্ষক হত্যার প্রতিবাদে কুবিতে মানববন্ধন ছবি- বাংলানিউজটোয়েন্টিফোর.কম

কুবি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ইংরেজি বিভাগের অধ্যাপক ড. এএফএম রেজাউল করিম সিদ্দিকীকে হত্যার প্রতিবাদে মানববন্ধন করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) শিক্ষক সমিতি।
 
সোমবার (২৫ এপ্রিল) দুপুরে কুবির প্রশাসনিক ভবনের সামনে এ মানববন্ধন ও প্রতিবাদ সভা করেন শিক্ষকরা।


 
মানববন্ধনে বক্তারা এ হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে হত্যাকারীদের চিহ্নিত করে দ্রুত বিচারের দাবি জানান।

মানববন্ধনে উপস্থিত ছিলেন কুবির উপাচার্য অধ্যাপক ড. মো. আলী আশরাফ, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহিত উল আলম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষক অধ্যাপক ড. কৃষ্ণ ব্যানার্জি, কুবি শিক্ষক সমিতির সভাপতি আইনুল হকসহ বিভিন্ন অনুষদের ডিন ও অন্যান্য বিভাগের শিক্ষকরা।

বাংলাদেশ সময়: ১৭৪৫ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০১৬
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।