ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

মিছিলে-স্লোগানে উত্তাল রাবি

রাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৮ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০১৬
মিছিলে-স্লোগানে উত্তাল রাবি ছবি- বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রাবি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) অধ্যাপক এএফএম রেজাউল করিম সিদ্দিকী হত্যার প্রতিবাদে শিক্ষার্থীদের আন্দোলনে উত্তাল হয়ে ‍উঠেছে ক্যাম্পাস।

মঙ্গলবার (২৬ এপ্রিল) হত্যাকাণ্ডের বিচার দাবিতে ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষার্থীরা।

বেলা সাড়ে ১১টার দিকে শিক্ষার্থীরা মহাসড়কের দুইপাশে এক কিলোমিটারজুড়ে অবস্থান নেন। এ সময় খালি গায়ে বিভিন্ন স্লোগান লিখে হত্যার প্রতিবাদ ও বিচারের দাবি জানান অনেকে। সেইসঙ্গে প্রতিবাদী গণসঙ্গীত পরিবেশন করেন সাংস্কৃতিক জোটের কর্মীরা।

এদিকে, সড়ক অবরোধের ফলে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। অবরোধ শেষে সাবাস বাংলাদেশের সামনে সমাবেশ করেন শিক্ষার্থীরা।

সমাবেশ থেকে বুধবার সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত ৪ ঘণ্টা সড়ক অবরোধ ও ক্লাস বর্জনের ঘোষণা দেওয়া হয়।

এরআগে বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের টুকিটাকি চত্বর থেকে বিক্ষোভ মিছিল বের করে প্রগতিশীল ছাত্রজোট ও কেন্দ্রীয় সাংস্কৃতিক জোট। ওই মিছিলে অংশ নেন বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা।

মিছিলটি ক্যাম্পাস ঘুরে ইংরেজি বিভাগের সামনে গেলে সেখানে থাকা বিভাগের শিক্ষার্থীরাও ‍মিছিল যোগ দেন। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রধান ফটকে গেলে সেখানে মহাসড়ক অবরোধ করেন তারা।

অপরদিকে, বেলা ১১টায় শহীদুল্লাহ কলাভবনের সামনে গণস্বাক্ষর কর্মসূচির আয়োজন করে ইংরেজি বিভাগের শিক্ষার্থীরা।

এছাড়াও একই সময়ে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের সামনে মানববন্ধন করে ঘাতক দালাল নির্মূল কমিটির রাবি শাখা।

বাংলাদেশ সময়: ১৪৫৯ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০১৬
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।