ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

জাতীয় বিশ্ববিদ্যালয়ে প্রশিক্ষণার্থী শিক্ষকদের সনদ বিতরণ

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৪ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০১৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ে প্রশিক্ষণার্থী শিক্ষকদের সনদ বিতরণ

ঢাকা: জাতীয় বিশ্ববিদ্যালয়ে সিনেট অডিটোরিয়ামে ১০১তম ব্যাচের প্রশিক্ষণার্থীদের মধ্যে কলেজ শিক্ষকদের সনদ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৮ এপ্রিল) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. হারুন-অর-রশিদ প্রশিক্ষণার্থী কলেজ শিক্ষকদের মধ্যে এ সনদ বিতরণ করেন।

সনদ বিতরণ অনুষ্ঠানে উপাচার্য ড. হারুন-অর-রশিদ বলেন, ‘শিক্ষার মানোন্নয়নে যোগ্য শিক্ষক নিয়োগ ও শিক্ষক প্রশিক্ষণের বিকল্প নেই। বর্তমানে কেন্দ্রীয়ভাবে গাজীপুর থেকে প্রতিমাসে তিনটি বিষয়ে গড়ে ১২০ জন কলেজ শিক্ষক প্রশিক্ষণ দেওয়া হয়। দেশের বিভাগীয় শহরে ৬ টি আঞ্চলিক কেন্দ্রে বিশ্ববিদ্যালয়ের অনেক কার্য বিকেন্দ্রীকরণ করা হয়েছে। ’

তিনি আরও বলেন, ‘নিজস্ব জমিতে প্রয়োজনীয় অবকাঠামোসহ এ সব আঞ্চলিক কেন্দ্র যাতে স্থায়ীভাবে গড়ে তোলা যায় সে লক্ষ্যে ডিপিপি প্রস্তুত করে সরকারের নিকট জমা দেওয়া হয়েছে এবং তা একনেকের অনুমোদনের অপেক্ষায় আছে।

এ ৬টি স্থায়ী আঞ্চলিক কেন্দ্র গড়ে তোলার পর গাজীপুরের পাশাপাশি সে সব কেন্দ্রেও কলেজ শিক্ষকদের প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। আঞ্চলিক কেন্দ্র স্থাপনের পর জাতীয় বিশ্ববিদ্যালয় পরিচালনা আরও গতিশীল হবে এবং বিশ্ববিদ্যালয় পর্যায়ের অনেক সেবা সকলের দোরগোড়ায় পৌঁছে যাবে। ’

এ প্রশিক্ষণ কার্যক্রমে অংশগ্রহণ করেন, রাস্ট্রবিজ্ঞান, উদ্ভিদবিজ্ঞান ও ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিষয়ে ৭২ জন কলেজ শিক্ষক।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মো. আসলাম ভূঁইয়া, ট্রেজারার অধ্যাপক মো. নোমান উর রশীদ ও কোর্স উপদেষ্টা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের রাস্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. আল মাসুদ হাসানুজ্জামান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মিহির লাল শাহা ও ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের অধ্যাপক এম এ তালেব।

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের বিভাগীয় প্রধান এবং শিক্ষক-কর্মকর্তারা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তর শিক্ষা, প্রশিক্ষণ ও গবেষণা কেন্দ্রের ডিন (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মো. আনোয়ার হোসেন।

বাংলাদেশ সময়: ১৬৪০ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০১৬
এমজেডআর/এমজেএফ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।