ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

গণ বিশ্ববিদ্যালয়ে সেমিস্টার ফাইনাল পরীক্ষা শুরু

গণ বিশ্ববিদ্যালয় করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৬ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০১৬
গণ বিশ্ববিদ্যালয়ে সেমিস্টার ফাইনাল পরীক্ষা শুরু

গণ বিশ্ববিদ্যালয় (সাভার): গণ বিশ্ববিদ্যালয়ের অনার্স এবং মাস্টার্সের সেমিস্টার ফাইনাল পরীক্ষা শুরু হয়েছে।

বৃহস্পতিবার (২৮ এপ্রিল) সকাল সাড়ে ৯টা থেকে এবং বেলা দেড়টা থেকে প্রথম দিন দুই পর্বে পরীক্ষা অনুষ্ঠিত হয়।

পরীক্ষা নিয়ন্ত্রক মীর মুর্ত্তজা আলী বাবু জানান, অনার্সের ১৬টি বিভাগ ও মাস্টার্সের ৬টি বিভাগের প্রায় ৩১০০ জন শিক্ষার্থী এবার পরীক্ষায় অংশ নিয়েছেন। নির্দিষ্ট তারিখ সমূহে দুই পর্বে ১১ মে পর্যন্ত পরীক্ষা চলবে।

যথাসময়ে পরীক্ষা শেষ করতে পরীক্ষা নিয়ন্ত্রক কার্যালয়ের নতুন সিদ্ধান্ত অনুযায়ী লিখিত পরীক্ষার আগে ব্যবহারিক পরীক্ষা নেওয়া হয়েছে। এর ফলে যথাসময়ে ফলাফল প্রকাশ করা হবে বলে পরীক্ষা নিয়ন্ত্রক কার্যালয় জানিয়েছে।

বাংলাদেশ সময়: ১৮০২ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০১৬   
এমজেডআর/এমজেএফ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।