ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ৩ দফা দাবি

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪০ ঘণ্টা, মে ২, ২০১৬
বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ৩ দফা দাবি

ঢাকা: জাতীয় বাজেট সামনে রেখে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে সরকারের কাছে ৩ দফা দাবি তুলে ধরেছে বেসরকারি বিশ্ববিদ্যালয় সাধারণ ছাত্র-ছাত্রী পরিষদ। তাদের ৩ দফার মধ্যে রয়েছে-মেধা লালন ভর্তুকি, সহজ শর্তে শিক্ষা ঋণ ও গবেষণার জন্য উল্লেখযোগ্য বাজেট বরাদ্দের দাবি।

সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ দাবি জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, প্রতি বছর বিভিন্ন পাবলিক পরীক্ষায় যতো সংখ্যক সর্বোচ্চ সাফল্যের ফলাফলধারী শিক্ষার্থী বের হচ্ছে, তার চেয়ে অনেক কম শিক্ষার্থী পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাচ্ছে। বাধ্য হয়ে আসন সংকটে পড়ে প্রচুর শিক্ষার্থীকে নিজস্ব অর্থায়নে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে হচ্ছে। যাদের বিশাল অংশই সে অর্থ সংগ্রহ করে থাকে পরিবারের সর্বস্ব বাজি ধরেই!

কিন্তু পাবলিক পরীক্ষায় সর্বোচ্চ কৃতিত্বের অধিকারীদের উচ্চ শিক্ষা নিশ্চিত করবার দায়িত্ব রাষ্ট্রের। তাই বেসরকারি শিক্ষা খাতকে গতিশীল করতে ৩ দফা দাবি ম‍ানতে হবে। এতে সত্যিকারের মেধাবী শিক্ষার্থীরা প্রাইভেট বিশ্ববিদ্যালয়েও ভালো ফলাফলের ভিত্তিতে সরকারি অর্থায়নে বিনামূল্যে উচ্চশিক্ষা অধ্যয়নের সুযোগ পাবে।  

বাংলাদেশ সময়: ১০২৯ ঘণ্টা, মে ২, ২০১৬

জেডএম/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।