ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

বরিশালে কৃষি ইনস্টিটিউট শিক্ষার্থীদের মানববন্ধন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫০ ঘণ্টা, মে ৩, ২০১৬
বরিশালে কৃষি ইনস্টিটিউট শিক্ষার্থীদের মানববন্ধন ছবি- বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বরিশাল: জাতীয় ও পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে সুযোগ,  উপবৃত্তি প্রদান এবং ডিপ্লোমা কৃষিবিদদের দ্বিতীয় শ্রেণির পদমর্যাদা প্রদানের দাবিতে বরিশালে মানববন্ধন , মিছিল ও সমাবেশ করেছেন কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের শিক্ষার্থীরা।

মঙ্গলবার (০৩ মে) সকালে ঢাকা-বরিশাল মহাসড়কের রহমতপুর বাসস্টান্ডে বাবুগঞ্জ কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের শিক্ষার্থীরা ঘণ্টাব্যাপী মানববন্ধন করেন।

পরে অনুষ্ঠিত সমাবেশে মো. রবিউল ইসলামের সভাপত্বিত্বে বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষি ডিপ্লোমা ইনস্টিটিউটের কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি মো. মিজানুর রহমান, সাংগঠনিক সম্পাদক মো. নাঈম আকন, শিক্ষার্থী তামিম, লতা খানম, রিয়াজুল ইসলাম, হিরা প্রমুখ।

সবশেষে চার দফা দাবি আদায়ে শিক্ষার্থীরা মিছিল নিয়ে সড়ক প্রদক্ষিণ করেন।

বাংলাদেশ সময়: ১৬৪৭ ঘণ্টা, মে ০৩, ২০১৬
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।