ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে গণ বিশ্ববিদ্যালয়ে সভা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৬ ঘণ্টা, মে ৩, ২০১৬
মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে গণ বিশ্ববিদ্যালয়ে সভা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

গণ বিশ্ববিদ্যালয় (সাভার) :  সাভারের গণ বিশ্ববিদ্যালয়ে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
 
মঙ্গলবার (০৩ মে) বিকেল ৫টায় গণ বিশ্ববিদ্যালয়ের গবিসাস কার্যালয়ে এ সভার আয়োজন করা হয়।

গণ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (গবিসাস) আয়োজিত  অনুষ্ঠানে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন গবিসাসের প্রতিষ্ঠাতা সভাপতি আসিফ আল আজাদ, উপদেষ্টা ওমর ফারুক সোহান ও আবদুল্লাহ আল কাউসার, সভাপতি মাসুদ আজীম এবং সাধারণ সম্পাদক মেহেদী তারেক প্রমুখ।

সাংবাদিকতায় স্বচ্ছতা নিশ্চিত করে, অবাধ তথ্য প্রদানের মাধ্যমে বস্তুনিষ্ঠ সাংবাদিকতা পেশাকে সমুজ্জ্বলিত রাখার আহ্বান করেন বক্তারা। সেই সঙ্গে সাংবাদিক নির্যাতন বন্ধের দাবি জানানো হয় ওই সভায়।
 
বাংলাদেশ সময়: ২০৩৪ ঘণ্টা, মে ০৩, ২০১৬   
পিসি

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।