ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

কৃষি বিশ্ববিদ্যালয় কলেজ অধ্যক্ষের অপসারণ দাবি

বাকৃবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫২ ঘণ্টা, মে ৪, ২০১৬
কৃষি বিশ্ববিদ্যালয় কলেজ অধ্যক্ষের অপসারণ দাবি ছবি-বাংলানিউজটোয়েন্টিফার.কম

বাকৃবি: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) ক্যাম্পাসে অবস্থিত কৃষি বিশ্ববিদ্যালয় (কেবি) কলেজের অধ্যক্ষের অপসারণের দাবিতে ক্লাস বর্জন ও বিক্ষোভ করেছেন শিক্ষক-শিক্ষার্থীরা।

বুধবার (০৪ মে) দুপুর ১২টার দিকে কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা অধ্যক্ষ ড. এম আতাউর রহমানের বিরুদ্ধে শিক্ষকদের হয়রানি ও অসৌজন্যমূলক আচরণের অভিযোগ অপসারণের দাবি তোলেন।

এদিকে, দুপুরে কলেজের গভর্নিং বডির মিটিং শুরু হওয়ার কথা থাকলেও বিক্ষোভের কারণে তা মূলতবি করা হয়।

এ বিষয়ে কলেজের শিক্ষক ভাস্কর সেনগুপ্ত বলেন, অধ্যক্ষকে অপসারণ করতে গভর্নিং বডিকে তিন দিন সময় দেওয়া হয়েছে। এ সময় আমরা ক্লাস বর্জন করে যাব।

তবে অভিযোগ অস্বীকার করে কলেজের অধ্যক্ষ ড. আতিউর রহমান বলেন, আমি সম্পূর্ণ নির্দোষ। অভিযোগের সুষ্ঠু তদন্ত দাবি করছি।

এ বিষয়ে জানতে চাইলে কলেজের গভর্নিং বডির চেয়ারম্যান অধ্যাপক ড. সৈয়দ সাখাওয়াত হোসেন সাংবাদিকদের বলেন, অধ্যক্ষের বিরুদ্ধে আনা অনেক অভিযোগের সত্যতা পাওয়া গেছে। গভর্নিং বডির মিটিংয়ে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৭৫০ ঘণ্টা, মে ০৪, ২০১৬
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।