ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

দেশে দক্ষ শিক্ষকের সংকট রয়েছে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১১ ঘণ্টা, মে ৮, ২০১৬
দেশে দক্ষ শিক্ষকের সংকট রয়েছে

ঢাকা: দেশে দক্ষ শিক্ষকের সংকট রয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

রোববার ( ০৮ মে) রাজধানীর একটি হোটেলে ‘অ্যাডিশনাল ফাইনান্সিং লাউঞ্জিং’ শীর্ষক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা জানান তিনি।

শিক্ষামন্ত্রী বলেন, দক্ষ মানবশক্তি গড়ে তোলার জন্য প্রয়োজন যোগ্যতা সম্পন্ন শিক্ষকের। এ লক্ষ্যে সরকার বর্তমানে দক্ষ শিক্ষক গড়তে উদ্যোগ নিয়েছে।

শিক্ষামন্ত্রী বলেন, ইতোমধ্যে ৪২০ জন শিক্ষক সিঙ্গাপুরে গিয়ে প্রশিক্ষণ নিয়ে এসেছেন। আগামীতে আরও শিক্ষককে পাঠানো হবে দেশের বাইরে।

কারিগরি শিক্ষার মান উন্নয়নে বিশ্বব্যাংকসহ অন্য দাতা সংস্থার সহায়তায় শিক্ষকদের প্রশিক্ষণ ইনস্টিটিউট তৈরি করা হবে বলেও জানান মন্ত্রী।

তিনি বলেন, আমাদের মূল শক্তি হলো, দেশের জনগণ। তাদের মধ্যে অধিকাংশ যুব সমাজ রয়েছে। এ যুব সমাজকে জ্ঞান ও দক্ষতায় পরিপূর্ণভাবে গড়ে তুলতে পারলে দেশে-বিদেশে তাদের কর্মসংস্থান বাড়বে। আর যুব সমাজকে জ্ঞান ও দক্ষতায় পরিপূর্ণভাবে তৈরি না করা হলে দেশের বোঝা হয়ে থাকবে।

দক্ষ ও টেকনিক্যাল উন্নত শিক্ষা ব্যবস্থার দিকে বর্তমানে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে বলেও জানান মন্ত্রী।
 
শিক্ষামন্ত্রী বলেন, সরকারি ৪৯টি পলিটেকনিক্যাল ইনস্টিটিউটে বর্তমানে প্রতি বছরে ৩১ হাজারের বেশি শিক্ষার্থী ভর্তি হচ্ছেন।  

পরে বছরে ২৫ হাজার শিক্ষার্থী বাড়বেন। তাতে করে বছরে মোট ৫৬ হাজার শিক্ষার্থী কারিগরি শিক্ষায় দক্ষতা অর্জন করতে পারবেন।

স্কিল অ্যান্ড ট্রেনিং ইনহ্যান্সমেন্ট প্রজেক্টের মাধ্যমে দক্ষ ও কারিগরি শিক্ষার ক্ষেত্রে বিশ্বব্যাংক অতিরিক্ত ৮শ’ কোটি টাকা সহায়তা দিচ্ছে বলে জানানো হয় অনুষ্ঠানে।

বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর চিমিয়াও ফান বলেন, বাংলাদেশ মানবসম্পদ উন্নয়নে বেশ উন্নতি সাধন করেছে। বিশেষ করে প্রাথমিক শিক্ষায়।

বাংলাদেশ ইতোমধ্যে নিম্ন মধ্য আয়ের দেশে পরিণত হয়েছে। উচ্চ মধ্য আয়ের দেশে পরিণত হতে চলছে। বিশ্বব্যাংক বাংলাদেশের শিক্ষা ক্ষেত্রে ১ দশমিক ৬ বিলিয়ন মার্কিন ডলার সহায়তা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বলেও জানান তিনি।

চিমিয়াও ফান আরও বলেন, এই অর্থায়ন কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা প্রশিক্ষণে সহায়তা করবে। বিশ্বে বাংলাদেশের শ্রম-শক্তিকে আরও প্রতিযোগী করে ভালো মজুরিতে কাজের সুযোগ করে দেবে। এই অর্থায়ন বিশেষ করে নারী শিক্ষার্থীদের কারিগরি ও দক্ষতা জ্ঞানে সমৃদ্ধ করবে।

কর্মশালায় ‘স্কিল অ্যান্ড ট্রেনিং ইনহ্যান্সমেন্ট প্রজেক্ট’ শীর্ষক মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রকল্প পরিচালক মো. ইমরান।

তিনি জানান, দেশের মোট জনসংখ্যার ৪৯ শতাংশই ২৪ বছর বয়সের নিচে। প্রতি বছর ১৩ লাখ জনসংখ্যা শ্রমবাজারে প্রবেশ উপযোগী হচ্ছে। এই যুব সমাজকে কাজে লাগিয়ে অর্থনীতির গতি সচল রাখতে কারিগরি শিক্ষার বিকল্প নেই। এ জন্য স্টেপ প্রকল্পটি বাস্তবায়ন করা হচ্ছে।

শিক্ষা সচিব সোহরাব হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ডা. কামাল আব্দুল নাসের চৌধুরী, মহিলা বিষয়ক মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব সামসুন্নাহার প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৪১০ ঘণ্টা, মে ০৮, ২০১৬
এফবি/এএটি/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।