ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

আন্তঃবিশ্ববিদ্যালয় আবৃত্তি প্রতিযোগিতায় দ্বিতীয় জাবি

জাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৩ ঘণ্টা, মে ৯, ২০১৬
আন্তঃবিশ্ববিদ্যালয় আবৃত্তি প্রতিযোগিতায় দ্বিতীয় জাবি ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়: আন্তঃবিশ্ববিদ্যালয় আবৃত্তি প্রতিয়োগিতায় দ্বিতীয় স্থান অধিকার করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) বাংলা বিভাগের ৪৩মত ব্যাচের শিক্ষার্থী মুজাহিদুল ইসলাম।

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় আবৃত্তি সংগঠন কণ্ঠ’র আয়োজনে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।



সোমবার (৯ মে) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রতিয়োগিতায় বিভিন্ন বিশ^বিদ্যালয়ের ১০৭জন আবৃত্তিশিল্পী অংশ নেন।

প্রতিযোগিতার বিষয় ছিল প্রেম-প্রকৃতি, সামাজিক সমস্যা ও সচেতনতা ও আমাদের মুক্তিযোদ্ধা।

প্রতিযোগিতায় দেবব্রজ সিংহের ‘তেজ’ কবিতাটি আবৃত্তি করে প্রথম স্থান অধিকার করেন আহসানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের শিক্ষার্থী রোকসানা ফোরদৌসি এবং বীরেন্দ্রনাথ চট্টপাধ্যায়ের ‘সেই মানুষটি যে ফসল ফলিয়েছিল’ কবিতাটি আবৃত্তি করে ২য় স্থান অধিকার করেন জাবি শিক্ষার্থী মুজাহিদুল ইসলাম। দশজন আবৃত্তি শিল্পীকে এতে পুরস্কৃত করা হয়।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কথা আবৃত্তিচর্চার সভাপতি ও বিশিষ্ট আবৃত্তিশিল্পী ভাস্বর বন্দ্যোপাধ্যায়, বিশিষ্ট উচ্চারক ও প্রশিক্ষক মীর বরকত ও মুকলা দাস গুপ্ত।

বাংলাদেশ সময়: ১৯৪০ ঘণ্টা, মে ০৯, ২০১৬
এএ

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।