ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

ঢাবি ’ল ক্লিনিক উদ্বোধন

দক্ষ আইনজীবীই নয়, সামাজিক মূল্যবোধ প্রয়োজন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৪ ঘণ্টা, মে ১০, ২০১৬
দক্ষ আইনজীবীই নয়, সামাজিক মূল্যবোধ প্রয়োজন ছবি: শাকিল - বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: আইনের শিক্ষার্থীদের শুধু দক্ষ আইনজীবীই হলে চলবে না, সামাজিক মূল্যবোধ সম্পন্ন নৈতিক মানুষ হিসেবে গড়ে ওঠার আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

মঙ্গলবার (১০ মে) সকালে বাংলাদেশ লিগ্যাল এইড সার্ভিসেস ট্রাস্টের (ব্লাস্ট) সহযোগিতায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে ’ল ক্লিনিকের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।

মূলত পাঠ্য বইয়ের আইন শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের প্রায়োগিক আইন শিক্ষায় ঢাবি আইন বিভাগে ’ল ক্লিনিকের উদ্বোধন করা হলো।

আইন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. বোরহান উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরিন শারমিন, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক।

শিরিন শারমীন বলেন, ক্লিনিক্যাল ’ল অত্যন্ত সময়োপযোগী এবং কার্যকর শিক্ষা ব্যবস্থা। আইনের প্রায়োগিক দিকগুলো জানতে শিক্ষার্থীদের মাঝে মধ্যে আদালতে নিয়ে যাওয়া, প্রয়োজনে দেশের বাইরে নিয়ে গিয়ে হলেও দেখানো উচিত কীভাবে অন্যান্য দেশে আইন বাস্তবায়ন করা হয়।

এ সময় তিনি শিক্ষার্থীদের শুধু দক্ষ আইনজীবীই নয়, সামাজিক মূল্যবোধ সম্পন্ন নৈতিক মানুষ হিসেবে গড়ে তোলারও আহ্বান জানান।

আরেফিন সিদ্দিক বলেন, শিক্ষার লক্ষ্য হলো সত্য অন্বেষণ। শিক্ষার্থীদের আমরা সেই শিক্ষা দেওয়ারই চেষ্টা করি, মাঝে মধ্যে সত্যকে ত্যাগ করে মিথ্যার দিকে ধাবিত হলে শিক্ষা অর্জনের লক্ষ্য পরাজিত হয়। অনেক সময় বিভিন্ন মিডিয়াকেও আংশিক সত্য তুলে ধরতে দেখা যায়, আমাদের পুরো সত্য তুলে ধরতে হবে। একই সঙ্গে মুক্ত সংবাদমাধ্যম নিশ্চিত করতে হবে।

উপাচার্য সুবিধাবঞ্চিত প্রান্তিক জনগোষ্ঠীর মানুষদের আইনি সহায়তা পাওয়ার ও আইনের আশ্রয় লাভের সুযোগ বৃদ্ধির উপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ক্লিনিক্যাল আইন শিক্ষা প্রোগ্রামের কো-অর্ডিনেটর মুহাম্মদ একরামুল হক। এছাড়াও অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ব্লাস্টের নির্বাহী পরিচালক ব্যারিস্টার সারা হোসেন, আইন অনুষদের ডিন ড. তাসলিমা মনসুর, বাংলাদেশ আইন সমিতির সভাপতি কে এম আব্দুল মান্নান প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৪২৬ ঘণ্টা, মে ১০, ২০১৬
এইচআর/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।