ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

থাইল্যান্ডে অনুষ্ঠিতব্য আইসিপি কনটেস্টে জাবি প্রতিনিধিদল

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৬ ঘণ্টা, মে ১৩, ২০১৬
থাইল্যান্ডে অনুষ্ঠিতব্য আইসিপি কনটেস্টে জাবি প্রতিনিধিদল

জাবি: আগামী ১৫ থেকে ২০ মে থাইল্যান্ডে অনুষ্ঠিতব্য ইন্টারন্যাশনাল কলেজিয়েট প্রোগ্রামিং কনটেস্টে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একটি প্রতিনিধিদল অংশ নেবে।

প্রতিনিধি দলের সদস্যরা হলেন- নিলয় দত্ত, রাইহাত জামান নিলয় ও নাফিস সাদিক।

কোচ ও কো-কোচ হিসেবে প্রতিনিধি দলের সঙ্গে যাবেন বিশ্ববিদ্যালয়ের আইআইটি’র ভারপ্রাপ্ত পরিচালক কেএম আক্কাস আলী ও প্রাক্তন ভারপ্রাপ্ত পরিচালক ফজলুল করিম পাটোয়ারি।

বৃহস্পতিবার (১২ মে) সন্ধ্যায় এ প্রতিযোগিতায় অংশ নেওয়া উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম প্রতিনিধি দলকে শুভেচ্ছা জানান।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন- গাণিতিক ও পদার্থ বিষয়ক অনুষদের ডিন অধ্যাপক ড. অজিত কুমার মজুমদার, আইআইটি’র ভারপ্রাপ্ত পরিচালক কেএম আক্কাস আলী ও জনসংযোগ পরিচালক মীর আবুল কাশেম প্রমুখ।
 
এ প্রতিনিধি দলটি ২০১৫ ও ২০১৬ সালে বাংলাদেশে অনুষ্ঠিত জাতীয় প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

বাংলাদেশ সময়: ১৩৪৩ ঘণ্টা, মে ১৩, ২০১৬
আরবি/এসএনএস

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।