ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

শাবিপ্রবিতে রোবোটিক্স প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন সিজিবিডি

শাবিপ্রবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১১৫ ঘণ্টা, মে ২২, ২০১৬
শাবিপ্রবিতে রোবোটিক্স প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন সিজিবিডি ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

শাবিপ্রবি (সিলেট): শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রোবোটিক্স বিষয়ক সংগঠন রোবোসাস্ট আয়োজিত প্রথম লাইন ফলোয়িং রোবোটিক্স প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে ‘সাস্ট সিজিবিডি। ’

শনিবার (২১ মে) বিশ্ববিদ্যালয়ের আইআইসিটি ভবনে অনুষ্ঠিত দিনব্যাপী প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয় সাস্ট সিজিবিডি।

বিজয়ী টিমের সদস্যরা হলেন- ইলেকট্রনিক্স ও ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী নওশাদ হোসেন, সাহিব আল কাওছার, মোহনা দাস গুপ্তা ও ইফাজ ইফতি।

প্রতিযোগিতায় প্রথম ও দ্বিতীয় রানারআপ হয় যথাক্রমে সাস্ট রোবোড্রয়িন ও সাস্ট সাইকো।

রাগীব শাহরিয়ার শুভর সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবাল, ড. রিফাত কিবরিয়া ও নওশাদ সজীব প্রমুখ।

অধ্যাপক জাফর ইকবাল বলেন, সবকিছু দ্রুত পরিবর্তন হচ্ছে। তোমাদের এসব কাজ দেখে আনন্দ পাই। যারা পুরস্কার পাওনি তাদের বলি- আমি তোমাদের সময় এ রকম পুরস্কার পাইনি।

বাংলাদেশ সময়: ০১১০ ঘণ্টা, মে ২২, ২০১৬
আরবি/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।