ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

৪র্থ দিনের ধর্মঘটে এমপিও বঞ্চিত প্রভাষকরা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৬ ঘণ্টা, মে ২৭, ২০১৬
৪র্থ দিনের ধর্মঘটে এমপিও বঞ্চিত প্রভাষকরা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: এমপিওভুক্ত কলেজে নিয়োগপ্রাপ্ত ব্যবসায় শিক্ষা শাখার ফিন্যান্স, ব্যাংকিং ও বিমা শাখার প্রভাষকরা এমপিওভুক্তির দাবিতে টানা ৪র্থ দিনের মতো ধমর্ঘট পালন করছেন।

শুক্রবার (২৭ মে) জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন এবং ফিন্যান্স, ব্যাংকিং ও বিমা শিক্ষক পরিষদের ব্যানারে তারা এ ধমর্ঘট পালন করেন।

বাংলাদেশ উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন এবং ফিন্যান্স, ব্যাংকিং ও বিমা শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বলেন, আমরা তিন সদস্যের একটি প্রতিনিধি দল বৃহস্পতিবার বিকেলে শিক্ষামন্ত্রীর কার্যালয়ে দেখা করি। এ সময় তিনি আমাদের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে  আলোচনা করেন।


তিনি আরও বলেন, শিক্ষামন্ত্রী বলেছেন শিক্ষা মন্ত্রণালয়ের বাজেট স্বল্পতার কারণে আমাদের এমপিও দিতে কিছুটা সময় লাগবে। তবে এবারের বাজেটে আমাদের বিষয়টি অর্থমন্ত্রীর কাছে তিনি উপস্থাপন করবেন।

তবে দাবি মেনে না নেওয়া পর্যন্ত এ অবস্থান ধর্মঘট চলতে থাকবে বলে জানান তিনি।


বাংলাদেশ সময়: ১৫৫০ ঘণ্টা, মে ২৭, ২০১৬
এসজে/এএ

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।