ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

সুশিক্ষার অভাবেই সমাজে অস্থিরতা বিরাজ করছে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৮ ঘণ্টা, মে ২৯, ২০১৬
সুশিক্ষার অভাবেই সমাজে অস্থিরতা বিরাজ করছে

জয়পুরহাট: প্রাথমিক ও গণশিক্ষা বিষয়ক মন্ত্রী মোস্তাফিজুর রহমান বলেছেন, বর্তমান সমাজ ব্যবস্থায় যে অস্থিরতা বিরাজ করছে, সেটি শুধুমাত্র সুশিক্ষার অভাবেই।

তিনি বলেন, অতএব প্রতিটি শিক্ষার্থীকে সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তোলার দায়িত্ব নিতে হবে শিক্ষকদের।

তাহলেই আমাদের এ সমাজ উন্নত বিশ্বে মাথা উঁচু করে দাঁড়াবে।

রোববার (২৯ মে) দুপুরে জয়পুরহাট জেলা শিল্পকলা একাডেমিতে প্রাথমিক শিক্ষার সঙ্গে সম্পৃক্ত সব কর্মকর্তা ও প্রধান শিক্ষকদের সঙ্গে মতবিনিময়কালে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

জয়পুরহাটের জেলা প্রশাসক মো. আব্দুর রহিমের সভাপতিত্বে সভায় অন্যানন্যের মধ্যে বক্তব্য রাখেন-বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি, অ্যাডভোকেট সামছুল আলম দুদু এমপি, পুলিশ সুপার মোল্যা নজরুল ইসলাম ও জেলা পরিষদ প্রশাসক এসএম সোলায়মান আলী।

জেলা প্রাথমিক শিক্ষা বিভাগের আয়োজনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় জয়পুরহাটের পাঁচটি উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের সব প্রধান শিক্ষক, শিক্ষা কর্মকর্তা ও স্থানীয় সংবাদ কর্মীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৮১৫ ঘণ্টা, মে ২৯, ২০১৬
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।