ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

রুয়েটে বুধবার থেকে গ্রীষ্ম ও ঈদের ছুটি শুরু

রাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৩ ঘণ্টা, মে ৩০, ২০১৬
রুয়েটে বুধবার থেকে গ্রীষ্ম ও ঈদের ছুটি শুরু

রাবি: গ্রীষ্ম, রমজান ও ঈদুল ফিতর উপলক্ষে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) আগামী ১ জুন থেকে ছুটি শুরু হচ্ছে। রুয়েট বন্ধ থাকবে ১০ জুলাই পর্যন্ত।

তবে ছুটিতে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলো খোলা থাকবে।

সোমবার (৩০ মে) সন্ধ্যায় রুয়েটের জনসংযোগ দফতরের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ১ জুন থেকে ৫ জুন পর্যন্ত গ্রীষ্মকালীন ছুটি উপলক্ষে রুয়েটের সব কার্যক্রম বন্ধ থাকবে। তবে বিভাগসমূহের জরুরি কাজ চলবে। ৬ জুন থেকে ১০ জুলাই পর্যন্ত রমজান ও ঈদের ছুটি থাকবে। তবে এ সময় পূর্বনির্ধারিত বিভিন্ন বিভাগের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, রমজানের ছুটির সময় বিশ্ববিদ্যালয়ের অফিস খোলা থাকবে সকাল সাড়ে ৯টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত।

বাংলাদেশ সময়: ২০২৭ ঘণ্টা, মে ৩০, ২০১৬
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।