ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

নতুন শিক্ষানীতি বাতিলের দাবি ছাত্র জমিয়তের

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০১ ঘণ্টা, জুন ২, ২০১৬
নতুন শিক্ষানীতি বাতিলের দাবি ছাত্র জমিয়তের

ময়মনসিংহ: নতুন শিক্ষানীতিকে ‘ধর্মহীন’ আখ্যা দিয়ে তা বাতিলের দাবিতে মানববন্ধন করেছে ময়মনসিংহ জেলা ও মহানগর ছাত্র জমিয়ত।

 

বৃহস্পতিবার (০২ জুন) নগরীর চরপাড়ার টাইমস্কয়ার এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।


 
যাতে সভাপতিত্ব করেন জেলা ছাত্র জমিয়তের সভাপতি মতিউর রহমান মামুন। বক্তব্য রাখেন ছাত্র জমিয়ত মহানগরে আহ্বায়ক হুযায়ফা ইবনে উমর, সদস্য সচিব শরীফুল ইসলাম, জেলার সাধারণ সম্পাদক চৌধরী নাসির আহমদ, সহ-সম্পাদক আনাস, সহ-প্রচার সম্পাদক সাজ্জাদুল করীম শুআইব প্রমুখ।

মানববন্ধনে নেতারা অবিলম্বে শিক্ষানীতি ও শিক্ষা আইন বাস্তবায়নের পাঁয়তারা বন্ধ করে সিলেবাস সংশোধনের দাবি জানান।

বাংলাদেশ সময়: ২২০০ ঘণ্টা, জুন ০২, ২০১৬
এমএএএম/জিসিপি/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।