ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

কবি নজরুল বিশ্ববিদ্যালয়ে গ্রীষ্মকালীন ছুটি শুরু ১২ জুন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫২ ঘণ্টা, জুন ৭, ২০১৬
কবি নজরুল বিশ্ববিদ্যালয়ে গ্রীষ্মকালীন ছুটি শুরু ১২ জুন

ময়মনসিংহ: ময়মনসিংহের ত্রিশালে প্রতিষ্ঠিত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে আগামী ১২ জুন থেকে গ্রীষ্মকালীন ও ঈদ ছুটি শুরু হচ্ছে।

 

মঙ্গলবার (০৭ জুন) বিকেলে বিশ্ববিদ্যালয়ের উপ-পরিচালক (জনসংযোগ) এস. এম. হাফিজুর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

তিনি জানান, আগামী ১২ জুন থেকে ১৪ জুলাই পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস-পরীক্ষা বন্ধ থাকবে। আবার আগামী ১৭ জুলাই থেকে বিশ্ববিদ্যালয়ের সব কার্যক্রম যথারীতি চালু হবে।

একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম আগামী ৩ জুলাই থেকে ১৪ জুলাই পর্যন্ত বন্ধ থাকবে। আবার আগামী ১৭ জুলাই থেকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম যথারীতি চালু হবে।

বাংলাদেশ সময়: ২১৪৬ ঘণ্টা, জুন ০৭, ২০১৬
এমএএএম/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।