ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

প‌লি‌টকে‌নিকে ভর্তির আবেদনের সময় বাড়লো

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৪ ঘণ্টা, জুন ১১, ২০১৬
প‌লি‌টকে‌নিকে ভর্তির আবেদনের সময় বাড়লো

ঢাকা: কারিগরি শিক্ষা অধিদপ্তরের অধীনে পলিটেকনিক ইনস্টিটিউটসহ ‌বি‌ভিন্ন শিক্ষাপ্র‌তিষ্ঠনে ২০১৬-১৭ শিক্ষাবর্ষে ভ‌র্তির আবেদনের সময় বাড়ানো হয়েছে। আগে ১২ জুন পর্যন্ত আবেদনের সময় ছিল।



সরকারিপলিটেকনিক ইনস্টিটিউট, বাংলাদেশ গ্লাস অ্যান্ড সিরামিক ইনস্টিটিউট, গ্রাফিক আর্টস ইনস্টিটিউট, ফেনী কম্পিউটার ইনস্টিটিউট, বাংলাদেশ সার্ভে ইনস্টিটিউট (কুমিল্লা), ভোকেশনাল টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট (বগুড়া) এবং সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজসমূহে ৪ বছর মেয়াদী ডিপ্লোমা-ইন- ইঞ্জিনিয়ারিং কোর্সে ছাত্রছাত্রী ভর্তির অনলাইনে আবেদন গ্রহণের সময়সীমা এখন ২০ জুন পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে।

শ‌নিবার (১১ জুন) কারিগরি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) অশোক কুমার বিশ্বাসের সভাপতিত্বে অধিদপ্তরের সভাকক্ষে ভর্তি কমিটির এক সভায় এ সিদ্ধান্ত
নেওয়া হয়।

সভায় বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মোস্তাফিজুর রহমান, শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব সুবোধ চন্দ্র ঢালী, কারিগরি শিক্ষা অধিদপ্তরের পরিচালক মিজানুর
রহমান (যুগ্মসচিব), আ ন হ সালাহ উদ্দিন, ড. শেখ আবু রেজা, কারগিরি শিক্ষা বোর্ডের পরিচালক (কারিকুলাম) সহ অন্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব সুবোধ চন্দ্র ঢালী বাংলা‌নিউজকে জানান, রমজানে স্কুল-কলেজ বন্ধ থাকাসহ সার্বিক বিবেচনায় সময় বাড়ানো হয়। পরিবর্তী সময়সীমা অনুযায়ী ভর্তির ফল প্রকাশ করা হবে ২৬ জুন। মূল মেধা তালিকা হতে ভর্তির সময়সীমা ২৭ জুন হতে ৩০ জুন এবং অপেক্ষমান তালিকা হতে ভর্তির সময়সীমা ২ জুলাই হতে ২৫ জুলাই। ১৬
আগস্ট থেকে ভর্তিকৃত ছাত্রছাত্রীদের ক্লাস শুরু হবে।

প্রতিষ্ঠান, টেকনোলজি এবং শিফ্টভিত্তিক আসনসংখ্যাসহ বিস্তারিত বিবরণ কারিগরি শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে (www.techedu.gov.bd) পাওয়া যাচ্ছে।

বাংলাদেশ সময়: ১৬১৪ ঘণ্টা, জুন ১১, ২০১৬
এমআইএইচ/বিএস

 

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।