ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

রাবি অধ্যাপক হত্যার বিচার দাবিতে মানববন্ধন

রাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩১ ঘণ্টা, জুন ১৮, ২০১৬
রাবি অধ্যাপক হত্যার বিচার দাবিতে মানববন্ধন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রাবি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের প্রফেসর রেজাউল করিম সিদ্দিকী হত্যাকাণ্ডের বিচারের দাবিতে মানববন্ধন করেছেন ইংরেজি বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা।

শনিবার (১৮ জুন) দুপুর ১২টার দিকে শহীদুল্লাহ কলা ভবনের সামনে আয়োজিত মনববন্ধনে সভাপতিত্ব করেন অধ্যাপক মাসউদ আখতার।

 

এ সময় প্রফেসর রেজাউল করিম সিদ্দিকী হত্যাকারীদের দ্রুত গ্রেফতার করে বিচারের দাবি জানানো হয়।

এর আগে সাপ্তাহিক কর্মসূচির অংশ হিসেবে বিশ্ববিদ্যালয়ের একটি মৌন মিছিল বের করেন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ কলা ভবনের সামনে মুকুল প্রতিবাদ ও সংহতি মঞ্চে এসে সমাবেশে মিলিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন- বিভাগের শিক্ষক অধ্যাপক অসীম কুমার দাস, অধ্যাপক শহীদুর রহমান, সহযোগী অধ্যাপক ড. শেহনাজ ইয়াসমীন, সহযোগী অধ্যাপক আব্দুল্লাহ আল মামুন, সহযোগী অধ্যাপক রুবাইদা আখতার প্রমুখ।

মানববন্ধন থেকে ইংরেজি বিভাগের অনিয়মিত ছোট কাগজ ‘সপ্তক’র পরবর্তী সংখ্যাটি অধ্যাপক রেজাউলকে উৎসর্গ করে প্রকাশ করা হবে বলে জানানো হয়।

গত ২৩ এপ্রিল রাজশাহীর শালবাগন এলাকায় নিজ বাসা থেকে একটু দূরে দুর্বৃত্তদের হাতে খুন হন অধ্যাপক রেজাউল করিম।  

বাংলাদেশ সময়: ১৯২৯ ঘণ্টা, জুন ১৮, ২০১৬
জিসিপি/পিসি
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।