ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সামনে শিক্ষকদের মানববন্ধন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২২ ঘণ্টা, জুন ২১, ২০১৬
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সামনে শিক্ষকদের মানববন্ধন

ঢাকা: সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নিয়োগবঞ্চিত প্যানেল শিক্ষকদের একটি অংশ প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করছেন।
 
রাজধানীর মিরপুরে মঙ্গলবার (২১ জুন) সকাল থেকে মানববন্ধন কর্মসূচিতে অংশ নিয়েছেন সারাদেশ থেকে আসা কয়েকশ’ প্রার্থী।


 
বেলা সাড়ে ১১টা পর্যন্ত মানববন্ধন শেষে তারা প্রধানমন্ত্রীকে স্মারকলিপি দেওয়ার জন্য জাতীয় সংসদ ভবনের দিকে রওনা হচ্ছেন।
 
দীর্ঘদিন আইনি লড়াই করেও নিয়োগ বঞ্চিত হয়ে তারা এ কর্মসূচি পালন করছেন বলে জানিয়েছেন কয়েকজন প্যানেল শিক্ষক।
 
আদালতের নির্দেশ এবং আইন মন্ত্রণালয়ের মতামত নিয়ে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর গত ৯ জুন সদ্য জাতীয়করণকৃত রেজিস্ট্রার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম পদসহ সব শূন্যপদে প্যানেল শিক্ষকদের নিয়োগের নির্দেশ দেয়।
 
কিন্তু উপজেলা/থানা ভিত্তিক মেধা অনুযায়ী নিয়োগের নির্দেশ দেওয়ায় সবাই নিয়োগ পাচ্ছেন না বলে জানান শিক্ষকরা।
 
রেজিস্ট্রার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের চাকরি (নিয়োগ, পদোন্নতি, শৃঙ্খলা ও কল্যাণ) নীতিমালা-২০০৯ অনুযায়ী, সহকারী শিক্ষক নিয়োগের জন্য ২০১০ সালের ২১ এপ্রিল বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।
 
বিজ্ঞপ্তি অনুযায়ী, শূন্য পদের বিপরীতে নিয়োগের জন্য ৪২ হাজার ৬১১ জনের একটি প্যানেল প্রস্তুত করা হয়। ওই প্যানেল থেকে এরই মধ্যে ১০ হাজার ৫১৪ জনকে নিয়োগ দেওয়া হয়েছে। বাকিদের নিয়োগ প্রক্রিয়া নিয়ে ঝুলে থাকার মধ্যে তা নিয়ে দীর্ঘ আন্দোলন এবং আইনি লড়াই চালিয়ে যান প্রার্থীরা।
 
উচ্চ আদালত রিট পিটিশন ও রিভিউ পিটিশন খারিজ করে নীতিমালা তৈরি করে নিয়োগ দিতে বলায় নিয়োগ উদ্যোগ নেয় মন্ত্রণালয়।
 
‘সহকারী শিক্ষক নিয়োগ-২০১০’ এ ৪২ হাজার ৬১১ জনের মেধাক্রম তালিকা ২০১২ সালের ৮ এপ্রিল প্রকাশ করা হয়। এরপর ২০১৩ সালের ৯ জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেসরকারি প্রাথমিক বিদ্যালয়কে সরকারিকরণের ঘোষণা দেওয়ার পর সেই প্যানেল থেকে শিক্ষক নিয়োগ বন্ধ হয়ে যায়।
 
বাংলঅদেশ সময়: ১২২০ ঘণ্টা, জুন ২১, ২০১৬
এমআইএইচ/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।