ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

শেকৃবিতে ই-লাইব্রেরি চালু

শেকৃবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৫১ ঘণ্টা, জুন ২৩, ২০১৬
শেকৃবিতে ই-লাইব্রেরি চালু ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) গ্রন্থাগারে আধুনিক প্রযুক্তি সম্পন্ন ই-লাইব্রেরি চালু করা হয়েছে।

বুধবার (২২ জুন) বিকেলে বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরিতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. শাদাত উল্লার এ উদ্যোগের উদ্বোধন করেন।

এ সময় উপস্থিত ছিলেন-বিশ্ববিদ্যালয়ের কোষাধক্ষ অধ্যাপক ড. মো. হযরত আলী, কৃষি অনুষদের ডিন অধ্যাপক ড. কামাল উদ্দীন আহাম্মদ, লাইব্রেরিয়ান ও প্রকল্পের উপ-প্রকল্প ব্যাবস্থাপক ড. মো. আনোয়ারুল ইসলাম প্রমুখ।

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) ও উচ্চ শিক্ষা মান উন্নয়ন প্রকল্প  (হেকেপ) এর অর্থায়নে এ ই-লাইব্রেরি চালু করা হয়েছে।

বাংলাদেশ সময়: ০৪৪৫ ঘণ্টা, জুন ২৩, ২০১৬
এমএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।