ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

জাবির সিনেট অধিবেশন অবরোধের ঘোষণা

জাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৫০ ঘণ্টা, জুন ২৫, ২০১৬
জাবির সিনেট অধিবেশন অবরোধের ঘোষণা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) সাংবাদিকের ওপর হামলার বিচার না হওয়ায় সিনেট অধিবেশন অবরোধের ঘোষণা দিয়েছেন বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদিকরা।

তাদের তিন দফা দাবি না মানা হলে শনিবার (২৫ জুন) দুপুর পৌনে ১টায় পূর্ব ঘোষিত সিনেট অধিবেশন অবরোধের ঘোষণা দেন তারা।

শুক্রবার (২৪ জুন) বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদিকরা বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলামের কাছে দেওয়া এক স্মারকলিপিতে এ ঘোষণা দেন।

স্মারকলিপিতে বলা হয়, গত ৮ জুন রাতে নারী অপহরণকারীকে বাঁচানোর চেষ্টায় বাধা দেওয়ায় বিশ্ববিদ্যালয়ে কর্মরত এক সাংবাদিকের ওপর হামলার ১৬ দিন অতিবাহিত হওয়ার পরও হামলাকরীদের বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়নি। হামলাকারীরা দাপটের সঙ্গে ক্যাম্পাসে ঘুরে বেড়াচ্ছে। এতে বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদিকরা পেশাগত দায়িত্ব পালনে নিরাপত্তাহীনতায় ভুগছেন।

স্মারকলিপিতে তিন দফা দাবি জানানো হয়। এগুলো হলো,  সাংবাদিকের ওপর প্রত্যক্ষ হামলাকারীদের উপাচার্যের নিজ ক্ষমতাবলে সাময়িক বহিষ্কার, সুষ্ঠু তদন্তের মাধ্যমে অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতে নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন ও দ্রুত সময়ে তদন্তকাজ শেষ করা এবং  বিশ্ববিদ্যালয় প্রশাসন বাদী হয়ে মামলার ব্যবস্থা করা।

এ বিষয়ে জানতে চাইলে জাবির উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম বাংলানিউজকে বলেন, এ মুহূর্তে সিন্ডিকেট ডাকা সম্ভব হচ্ছে না, এমনকি বিশেষ ক্ষমতাবলেও বহিষ্কার করা সম্ভব নয়। তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটি রিপোর্ট দিলে ব্যবস্থা নেওয়া হবে।
 
বাংলাদেশ সময়: ০৮৪৫ ঘণ্টা, জুন ২৫, ২০১৬
আরএ/এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।